Chapter: 1, আল ফাতিহা

1-1 : পরম করুণাময় পরম দয়াবান আল্লাহর নামে ।
1-2 : সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর, যিনি রাববুল আলামিন (গোটা সৃষ্টি জগতের রব)।
1-3 : যিনি রহমান ও রহিম (পরম করুণাময়, পরম দয়াবান),
1-4 : (যিনি) প্রতিফল দিবসের মালিক। 
1-5 : আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য চাই।
1-6 : তুমি আমাদের হিদায়াত করো (পরিচালিত করো) সিরাতুল মুস্তাকিমের (সরল, সোজা, সঠিক পথের) দিকে।
1-7 : তাদের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তাদের পথে নয়, যারা তোমার গজবে (ক্রোধে) পড়েছে। আর তাদের পথেও নয়, যারা হয়ে গেছে পথভ্রষ্ট।

Comments